রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কিত তথ্যসমৃদ্ধ এক ওয়েব সাইট!
আশি বছরের দীর্ঘ জীবনে রবীন্দ্রনাথ দুহাজারের বেশী গান লিখেছেন, -- বাণী, সুর, রাগ, তাল। বিশ্বের গীতিকারদের মধ্যে তিনি সেইজন, অনন্য যদি নাও হন তবে অসামান্য, যাঁর গানে সুর ও বাণী সমান মর্যাদা পেয়েছে। নীচে টেবিলের কোনো অক্ষরের ওপর ক্লিক করলে সেই আদ্যক্ষরবিশিষ্ট গানের তালিকা পাওয়া যাবে। সেখান থেকে আপনার পছন্দমতো গানের বাণী, মিউজিক লিঙ্ক যদি পাওয়া যায়, ও সেই গান সংক্রান্ত বহু তথ্য (যথা রচনার স্থান, কাল, রাগ, তাল, পরিবেশ, অনুবাদ, প্রতিকৃতি, আঁকা ছবি, সঙ্গীত নিয়ে কবির এবং কবিঅনুরাগীদের রচনাসম্ভার থেকে উদ্ধৃতি) পেতে পারবেন। স্বরলিপির লিঙ্কও দেওয়া হয়েছে।